বাংলাধারা প্রতিবেদন »
করোনা মহামারিতে যারা প্রতিবেশীর সাহায্যার্থে এগিয়ে এসেছে তারা আমাদের সমাজে শ্রদ্ধার পাত্র হয়ে থাকবে আজীবন।
পূর্ব ষোলশহর কামাল-নুরুন্নেচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, বিপদের সময় প্রকৃত মানুষ চেনা যায়। পেছনে কথা বলার লোক সমাজে অনেকেই আছে। কিন্তু বিপদে পাশে দাঁড়ানোর মানুষ কম। অনেকের অর্থবিত্ত আছে অথচ মানুষকে সাহায্য করার মন নেই।
এ সময় রমজান মাসে ধর্ম পালনের ক্ষেত্রে নগরবাসীকে রাষ্ট্রীয় বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানান তিনি।
উপস্থিত ছিলেন আশরাফুল গনি চৌধুরী, এস এম হাসিবুর রহমান, এস এম শফিউল বাহার, এস এম মুশফিকুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আবু সাঈদ সুমন, আবদুর রাজ্জাক, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম













