বাংলাধারা প্রতিবেদন »
নগরের বায়েজিদ থানাধীন টেকনিক্যাল নাজিরাবাদ এলাকায় গোল্ডেন হরাইজন নামে একটি গার্মেন্টসের বৈদ্যুতিক সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ মে) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে হবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে গোল্ডেন হরাইজন নামে একটি গার্মেন্টসের বৈদ্যুতিক সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি গিয়ে সকাল ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে তা জানা যাবে।
বাংলাধারা/এফএস/টিএম












