বাংলাধারা প্রতিবেদন »
গত দুই মাস ধরে বেতন ভাতা দেয় নি কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার গোল্ডেন সান লিমিটেড কারখানা কর্তৃপক্ষ। কিন্তু ঈদের আগে এক মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও তা পরিশোধ না করার কথা জানালে আন্দোলনে নামে কারখানার শ্রমিকরা।
সোমবার (১১ মে) সকাল সাড়ে আটটা থেকে কারখানার সামনে আন্দোলন শুরু করেন তারা।
কারখানার আন্দোলনরত শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে বেতন ভাতা দেয় নি কারখানা কর্তৃপক্ষ। কিন্তু ঈদের আগে এক মাসের বেতন পরিশোধ না করার সিদ্ধান্ত জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। করোনার প্রভাবে আমাদের উপার্জন নেই। সামনে ঈদ, আমাদের পরিবার আছে, সন্তান আছে। এই সময়ে এসে কাজ করার পরও যদি বেতন না পাই, খুব মনে কষ্ট লাগে। তাই আমরা আন্দোলনে নেমেছি।
কারখানার ম্যানেজার ওমর হায়দার বলেন, বেতন ভাতা নিয়ে শ্রমিকরা যে আন্দোলন করছিল তা নিয়ে সমঝোতা হয়েছে। গত মার্চ মাসের বেতন আগামি ১৭ মে রকেটের মাধ্যমে এবং এপ্রিল মাসের বেতন ২০ মে একইভাবে পরিশোধ করা হবে। এছাড়া বোনাসের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা চলছে। তারা এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।
বাংলাধারা/এফএস/টিএম
				












