৪ নভেম্বর ২০২৫

করোনায় একদিনেই আক্রান্ত হাজার ছাড়ালো, মৃত্যু ১১

বাংলাধারা ডেস্ক »

দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ১০৩৪ জন। একদিনে এটাই দেশে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১ জন।

সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তররের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৭ হাজার ২০৮ টি নমুনা পরীক্ষা করে ১০৩৪ জনের দেহে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৬৯১ জনে।

ডা. নাসিমা আরও জানান, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে। নতুন মৃতদের মধ্যে পুরুষ ৫ জন আর নারী ৬ জন।

আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ২৫২ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে তিনি বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ৯০২ জন সুস্থ হয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন