বাংলাধারা প্রতিবেদন »
মরণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কষ্টে থাকা অসহায় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সময় মানবতার সেবায় এগিয়ে আসা নর্থ সাউর্থ বিশ্ববিদ্যালয়ের প্রাত্তণ ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত সংগঠন অ্যালামনাই এসোসিয়েশন নর্থ সাউর্থ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
চট্টগ্রাম শহরে উপার্জন হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে এমন সব নিম্ন মধ্যবিত্ত পরিবারের তথ্য বিভিন্ন উপায়ে সংগ্রহ ও যাচাই বাছাই করে তাদের প্রত্যেক পরিবারকে ১৫ দিনের তিন বেলার খাদ্য সামগ্রী উপহার হিসাবে তাদের বাসার দোরগোড়ায় পাঠানোর ব্যবস্থা নিয়েছে অ্যালামনাই এসোসিয়েশন নর্থ সাউর্থ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। কয়েকটি ধাপে ২০০ অধিক পরিবারকে এই সংগঠনটি উপহার সামগ্রী দিয়ে সাহায্য সহযোগিতা করে।
নথ সাউর্থ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম এর প্রেসিডেন্ট জসীম আহমেদ সবাইকে আহবান করেন যেন সবাই তার নিজ নিজ জায়গা থেকে নিজের সাধ্যমতো অন্যকে সাহায্য সহযোগিতা করে জাতির এই ক্লান্তিলগ্নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।
তিনি আরো উল্লেখ করেন যে করোনা পরিস্থিতি সহসা সমাধান হওয়ার নয়। তাই আমরা সবাই সম্মিলিতভাবে করোনার বিরূদ্ধে যুুদ্ধ করলেই কেবল আমরা জয়ী হতে পারব। নথ সাউর্থ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম সব সময় চট্টগ্রামবাসীর সাথে ছিল ও থাকবে।
উপহার সামগ্রী বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল সংগঠনটির কোষাধ্যক্ষ জনাব বাঁধন সাহা, পরিচালক গোলাম সারোয়ার চৌধুরী ও প্রমিত কুমার দাস সহ সামিউল, সাগর, মনসুর, প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম
				












