“আমরা করবো জয়,
আমরা করবো জয় নিশ্চয়”।
৭১’কে জয় করেছি,
আমরা কোনো ভয় করিনি,
পাল তুলেছি জয়ের,
অবশেষে প্রাণভিক্ষা সেই শকূণী —
নিয়াজী দের দলের…!
প্রাণের ভয়ে পালিয়ে গেছে
খুনী, ধর্ষক, লুটেরা, যতো —
নপুংশক ঐ হায়েনার দল !
আমার মায়ের আর্তনাদে–
কাঁপছে আজো বধ্যভূমি,
শালবন কি হিজল গাছের তল !
গোলাম আযম, কায়েদা আযম
নীল কমল ঐ রঙ মহালে অন্তরালে
নর্তকীর ঐ নৃত্যরত অবিরত —-
সরাব ঢালে হেলে-দোলে পড়ছে কোলে !
আল্-শামস্ এর নাফরমানি
আমরা সবই জানি জানি —–
মা-বোনেদের জান নিয়ে নয়
বেয়নেটে সম্ভ্রম ঐ মানের হানি (!)
আল্-বদর এর বংশী বীণা
দামাল ছেলের মন মানে না—
নীল নকশা’র কষাই খানা
মারের চোটে করেছে তুলোধোনা ।
মুক্তিসেনার রক্ত গঙ্গায় —
বীরাঙ্গনা মায়ের শংকায়
অবশেষে প্রাণভিক্ষায় পালাতে চায়
নব্বই হাজার পাকিসেনা।
তাই আমরা বিশ্ববুকে চেনা
কল্বে মোদের স্বয়ং ক্বাবা —
নফ্স এ বসত সোনার মদিনা!
তাই, মোরা ভয় করিনা —-
করুণা নয়, “করোনা” তে
নাই কোনো ভয়, আসুক প্রলয়।
আমরা বিশ্বের বিস্ময়…!
আমরা করবো জয়, নিশ্চয়ই
বাংলাধারা/এফএস/টিএম













