বাংলাধারা প্রতিবেদন »
বৈশাখের গরম দেশজুড়েই পড়েছে। এরই মধ্যে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এই মুহূর্তে সবাই যখন করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন ঠিক তখনই ফেঁপে উঠেছে প্রকৃতি। রমজানের শুরুতে বৃষ্টির দরুণ তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও গত কয়েক দিন ধরে দেখা দিল তীব্র তাপপ্রবাহ। এ কদিনে বৈশাখের তীব্র খরতাপ বেড়েই চলেছে। এতে হাঁসফাঁস করছে চট্টগ্রামবাসীর জীবন।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সারা দেশের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। এই দাবদাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী কিছু দিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
সূর্যের প্রচণ্ড উত্তাপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রমজান মাস হওয়াতে রাস্তার পাশের সরবত বিক্রেতাদেরও এখন দেখা মিলছে না। ফলে জীবিকার তাগিদে করোনার মাঝেও যেসব শ্রমজীবিরা রোদের তেজ উপেক্ষা করে ঘর থেকে রাস্তায় বের হয়েছেন তারাই পড়েছেন সীমাহীন দুর্ভোগে।
আর এই গরমে ও রোজার সময় তরমুজ দেহের জন্য উত্তম ফল। তরমুজ খেলে ওজন বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা থাকে না। তরমুজের ৯২ শতাংশই পানি। শরীরে পানির অভাব পূরণে ফলের মধ্যে তরমুজই হলো আদর্শ ফল। তরমুজে আছে পর্যাপ্ত ভিটামিন এ, সি, পটাশিয়াম ও আঁশ। মওসুমি এই ফলটির রয়েছে নানা রোগ প্রতিরোধ ক্ষমতা। তরমুজ হলো ভিটামিন ‘বি৬’-এর চমৎকার উৎস, যা মস্তিষ্ক সচল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজ দুপুরে লাভ লেইনস্থ নেভাল এভিনিউ এলাকায় এই তরমুজ বিক্রি করতে দেখা যায় চড়া দামে। ব্যাপক চাহিদাকে পুঁজি করে চট্টগ্রামে তরমুজের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন মুনাফালোভী ব্যবসায়ীরা। একেকটি তরমুজের দাম এখন ৫০০ থেকে ৬০০ টাকা! কিছুদিন আগেও বড় আকারের একটি তরমুজ বিক্রি হতো যেখানে ২০০ থেকে ২৫০ টাকায়, সেখানে এখন তা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়! মাঝারি আকারের তরমুজ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। ছোট তরমুজও ৩৫০ টাকার নিচে মিলছে না।
এদিকে, তরমুজের এই লাগামহীন দাম বৃদ্ধির কারণে চট্টগ্রামের ক্রেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মাহমুদ নামের এক ক্রেতা বলেন, হঠাৎ অসহ্য গরম পড়েছে চট্টগ্রামে। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না। এর মধ্যে চলছে তাপদাহ। গরমে হাঁসফাঁস করছে মানুষ। এ সুযোগে তরমুজের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন এখানকার মুনাফালোভী ব্যবসায়ীরা। এটা কোনোভাবেই কাম্য নয়। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজর দেওয়া উচিত।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













