৩ নভেম্বর ২০২৫

সারাফ নাওয়ার’র কবিতা

অসাংবিধানিক সম্পর্ক

অকস্মাৎ ঋতু অগ্রাহ্য
শরতের রোদ্দুর
সূর্য প্রকৃতির গোপন চিত্রকর
নরোম রোদের ভেতর ছায়া হাটে যাওয়া
মনসংযোগের গভীরে
হঠাতের দোল লাগা।

শান্ত নদীর পাশে
কৈশোর বসে থাকা
প্রশান্ত সাগরের
ওপারে অসীমের দেখা
কোলাহলের ভেতর ঘোর নিরবতার যাপন
আসন্ন সুরের ঢেউ অচিহ্ন গীতে।

যত এলোমেলোর সুসংহত সুষমা
অনাবৃষ্টিতে সান্ধ্য ঝড়ো বাতাস
অজ্ঞাত ধ্বনির নিকট অনুরণন যা নেই,
মনে তারই ছায়াপাত।

সমূহ সম্পর্কের সমূহ একক
গ্রহের ভেতর হাওয়ায় মিশে থাকা।

আরও পড়ুন