বাংলাধারা প্রতিবেদন »
প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় নগরীর চশমা হিলের ভবনটি লকডাউন করা হয়েছে। সালেহীন শিক্ষা উপমন্ত্রী নওফেলের ছোট ভাই। এদিকে নওফেলসহ পরিবারের অন্য সদস্যদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে পরীক্ষার পর ফলাফল নেগেটিভ আসে।
প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউন হওয়া ভবনটি সিটিএসবির হেফাজতে থাকবে। আগামী ১৪ দিন ভবন থেকে কেউ বের হতে পারবেন না। আবার কেউ প্রবেশও করতে পারবেন না। কারো কিছু প্রয়োজন হলে প্রশাসন তা দেখভাল করবে।
প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন স্ত্রী ও সন্তানদের নিয়ে কিছুদিন ঢাকায় ছিলেন। সেখান থেকে ফেরার পর গত বৃহস্পতিবার তার জ্বর আসে। নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠালে সেখান থেকে গত ১০ মে রাতে পজিটিভ রেজাল্ট এসেছে। তাকে আপাতত বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। এখন জ্বর নেই। উপসর্গ বেশি দেখা না গেলে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাধারা/এফএস/টিএম













