৪ নভেম্বর ২০২৫

জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সেনাবাহিনীর ১ মিনিটের ফ্রি বাজার

বাংলাধারা প্রতিবেদন »  

ভোরের আলো না ফুটতেই সীতাকুণ্ড বাজার চষে বেড়াতে শুরু করেন সেনা সদস্যরা। কৃষক এবং ক্ষুদ্র বিক্রেতাদের কাছ থেকে কিনে নেন নানা ধরনের সবজি। উদ্দেশ্যে একটাই, প্রান্তিক বাজারগুলো থেকে ন্যায্যমূল্যে পণ্য কিনে তা বিনামূল্যে নগরীর সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেয়া। তবে সেনাবাহিনীর সবজি বিতরণের আয়োজনটা একটু ভিন্ন। খোলা মাঠে সাজানো থাকবে সবজির পসরা। সেনাবাহিনীর ডাটাবেইজে তালিকাভুক্ত এক হাজার পরিবার মাত্র এক মিনিট অবস্থান করে বিনামূল্যে নিয়ে যাবেন নানা রকম সবজি।

বুধবার (১৩ মে) সকালেই নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে বসবে প্রথম দিনের বাজার।

সেনাবাহিনীর এ বাজার সমন্বয়কারী মেজর রেজোয়ান বলেন, প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্য আমরা সবজিগুলো কিনি। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যাদের একান্তই প্রয়োজন তাদের হাতে পৌঁছে দেয়া।

কৃষকদের একজন বলেন, আগে বাজারে এসে ঘণ্টা খানেক দাঁড়িয়ে থেকে সবজি বিক্রি করতাম। এখন আসা মাত্র বিক্রি করতে পারছি।

আরেকজন বলেন, সেনাবাহিনী নেয়াতে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি। আমরা অত্যন্ত খুশি। আমরা চাই আমাদের কাছ থেকে এভাবে সেনাবাহিনী মাল নিক।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন