বাংলাধারা প্রতিবেদন »
ঈদের শপিংয়ের টাকা অসহায়দের মাঝে বিলিয়ে দিলেন নগরীর পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা নুরুল বশর বিপলু।
বৃহস্পতিবার (১৪মে) পাঁচলাইশ থানাধীন ৭নং ওয়ার্ডের বিবিরহাটে ২০জন, বড়বাড়ি ৩০জন, হামজা খাঁ লেইন ২০জন, ভান্ডারি লেইনে ১০জন ও কতিপয় থানা ছাত্রলীগ নেতাদের কাছেও ঈদ উপহার পাঠিয়েছেন এই ছাত্রলীগ নেতা।
এসব উপহারসামগ্রী বিতরণকালে ছাত্রলীগ নেতা নুরুল বশর বিপলুসহ ছাত্রলীগ নেতা মিরাজ, জিদান, সৌরভ, হৃদয়, মিটু করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়া মানুষের পাশে নানাভাবে সাহায্য-সহায়তা নিয়ে হাজির হয়েছিলেন তিনি। শুরুতে করোনাভাইরাস সচেতনতা লিফলেট, মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ। তারপরে চাল,ডাল, তেল, আলু প্যাকেটজাত করে বিতরণ।
সর্বশেষ, রমজান মাসের প্রথমদিন থেকে খেটে খাওয়া সাধারণ মানুষ, দিন-মজুর, রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, পথশিশুদের মাঝে ‘ফ্রি ইফতার বিতরণ’ করে আসছেন তিনি। পাঠানো উপহারের প্রতিটি প্যাকেটে ছিলো বিভিন্ন পরিমাণের চাল, ছোলা, সেমাই, চিনি, চিড়া, ময়দা ও তেল।
ছাত্রলীগ নেতা বিপলু বলেন, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। যাদের নিয়ে রাজনীতি করি। দুর্দিনে তাদের পাশে থাকাটাই এই মুহুর্তে সবচেয়ে বড় কাজ বলে মনে হয়েছে আমার। করোনাকালে অসহায়দের পাশে থাকার জন্য ছাত্রলীগের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশকে শিরোধার্য হিসেব করে যতদিন পারি সাধ্যমতো অসহায়দের জন্য করে যাবো।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













