বাংলাধারা প্রতিবেদন »
‘স্মৃতি ও প্রত্যাশা নিয়ে বেঁচে থাকে মানুষ’ এ স্লোগানকে সামনে রেখে নগরীর সাউদার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম ডা. নুরুল আলম চৌধুরী’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে সাউদার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী কল্যাণ পরিষদ।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) সাউদার্ণ মেডিকেল কলেজ হাসপাতালস্থ মসজিদে বাদে জোহর খতমে কোরআন, পরে আলোচনা সভা ও সর্বশেষ ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
সাউদার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমিটি মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. দেওয়ান আরশাদ উল্লাহ, সংগঠনের সহ-সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক রাজু, অর্থ সম্পাদক মো. ইকবাল, ধর্মীয় সম্পাদক নোমান, এমরান, ইমন, মামুনসসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোহাম্মাদ হাবিব বলেন, সাউদার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম ডা. নুরুল আলম চৌধুরী’র আজ ৩য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গত তিন বছরের ধারাবাহিকতায় আজ আমরা এই ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব, ইনশাল্লাহ।
প্রতিবছর যাতে ভালোভাবে এই দোয়া মাহফিল বজায় থাকে সেজন্য সংগঠনের কর্মী ও অন্যান্যদের নিকট সহযোগিতা কামনা করেন এবং হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম ডা. নুরুল আলম চৌধুরী’র অবদানসহ তাঁর জীবনের নানা দিক আলোচনায় তুলে ধরেন তিনি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













