৪ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় ইয়াবাসহ যুবক আটক

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হতে তাকে আটক করা হয়।

এসময় পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ শুক্রবার (১৫ মে) তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

আটককৃত মো. গিয়াস উদ্দিন (৩৬) কক্সবাজার জেলার টেকনাফের হাঙ্গর ডেইল ৯ নম্বর ওয়ার্ডর বাসিন্দা আবু তাহেরের পুত্র।

লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআই গোলাম কিবরিয়া অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন