৪ নভেম্বর ২০২৫

করোনা দূর্গতদের মাঝে হাইজিন কিট বিতরণ করলেন সিভিল সার্জন

বাংলাধারা প্রতিবেদন »  

করোনা একটি ঘাতক মহামারী। এ ভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। তাই করোনা প্রতিরোধে নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকার হাফেজ নগর ও তক্তার পুল এলাকার হতদরিদ্র, গার্মেন্টস শ্রমিক, দিনমজুর, রিক্সা শ্রমিক, কাজের বুয়া, প্রতিবন্ধী ও পাঁচ বছরের নিচে শিশু আছে এমন ৯০টি পরিবারের মাঝে হাইজিন কিট (স্বাস্হ্যবিধি উপকরণ) বিতরণ করা হয়।

শুক্রবার (১৫ মে) সকাল ১১ টায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে করোনা দূর্গতদের হাইজিন কিট বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাবান ও পানি দিয়ে ঘনঘন পুরো হাত ধোয়ার পাশাপাশি  অ্যালকোহলমুক্ত স্যানিটাইজার দিয়ে তালুসহ হাত পরিস্কার রাখতে হবে।  হাঁচি বা কাশি দেওয়ার সময় হাতের কনুইয়ের ভাঁজে বা টিস্যু দিয়ে নাক ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যুটি দ্রুত বন্ধ বিনে ফেলতে হবে। জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। করোনা থেকে বাঁচতে হলে পরিস্কার-পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র এপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য তত্তা¡বধায়ক সুজন বড়ুয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার  খ্রীষ্টপার কুইয়া, শিশু সুরক্ষা অফিসার অশেষ রেমা ও জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমীন আক্তার। 

বিতরণকৃত হাইজিন কিট সামগ্রীর মধ্যে ছিল- গোসল করার সাবান ১০ পিস, নাক ও মুখ ঢাকার মাস্ক ৫০ পিস,  ব্লিচিং পাউডার ১ কেজি, কাপড় কাচার গুড়া সাবান ১ কেজি, স্যানিটারী প্যাড ৪ প্যাকেট ও প্লাস্টিকের মগ ১টি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন