বাংলাধারা ডেস্ক »
ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কোভিড ১৯ মহামারি মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর দেয়ার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার টুইটে ট্রাম্প লিখেছেন, ‘এটা ঘোষণা করতে খুবই গর্ব অনুভব করছি যে, ভারতে আমাদের বন্ধুদের জন্য ভেন্টিলেটর দান করবে যুক্তরাষ্ট্র। আমরা এই মহামারি সময়ে ভারত এবং নরেন্দ্র মোদির পাশে আছি। আমরা ভ্যাকসিন তৈরির ক্ষেত্রেও তাদের সহযোগিতা করছি। একসঙ্গে আমরা এই অদৃশ্য শত্রুকে পরাস্ত করব।’
যদিও এখনও পর্যন্ত সারা বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৪ লাখ ৮৪ হাজার ২৮৫ জন। আর মারা গেছে মোট ৮৮ হাজারের বেশি মানুষ।
অন্যদিকে ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ৮৫ লাখের বেশি মানুষ। ফলে করোনা তালিকায় চীনকে হটিয়ে ১১ নাম্বারে উঠে এসছে দেশটি। ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট আড়াই হাজারের বেশি মানুষ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













