বাংলাধারা প্রতিবেদন »
করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান দুর্যোগমুহূর্তে সরকারের ত্রাণ-সাহাযোগিতার পাশাপাশি রাঙ্গুনিয়া উপজেলায় হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছন বিভিন্ন ব্যক্তি-সংগঠন।
উপজেলার সরফভাট ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে লকডাউনে পড়া কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সরফভাটার অরাজনৈতিক, সমাজসেবামূলক সংগঠন ‘মীরেরখীল একতা সংঘ’।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে খতমে কোরআন, খতমে গাউছিয়া ও করোনাভাইরাস থেকে বিশ্বব্যাপী শান্তি ও মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে এলাকায় চিহ্নিত কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে উপহারসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
জানা গেছে, সংগঠনটি সরফভাটা ইউনিয়নে দুই শতদিক পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেছে সংগঠনটি। ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরের খীল এলাকায় প্রকৃত অসহায়দের চিহ্নিত করে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব উপহারসামগ্রী প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সংগঠনের সদস্যরা।

এছাড়া সম্প্রতি সরফভাটা ছৈদুরখীল গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকেও প্রায় ১ মাসের খাদ্যসামগ্রী দিয়েছেন তারা।
২০১৭ সালে প্রতিষ্ঠিত সমাজসেবামূলক সংগঠন ‘মীরেরখীল একতা সংঘ’র এই ব্যতিক্রমী কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, ‘মীরেরখীল একতা সংঘ’ একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন। এর মাধ্যমে এলাকার তরুণরা একত্রিত হয়ে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে থাকে। এর ধারাবাহিকতায় করোনাভাইরাসের এই মহামারিতেও সংগঠনের পক্ষ থেকে উপহারসামগ্রী উপহার দেওয়া হচ্ছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













