বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের বিভিন্ন প্রান্তিক বাজারগুলো থেকে ন্যায্যমূল্যে পণ্য কিনে তা বিনামূল্যে নগরীর সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দিচ্ছে সেনাবাহিনী। এবারের সবজি বিতরণের আয়োজনটা ছিল একটু ভিন্ন। খোলা মাঠে সাজানো ছিল সবজির পসরা। সেনাবাহিনীর ডাটাবেইজে তালিকাভুক্ত এক হাজার পরিবার মাত্র এক মিনিট অবস্থান করেই বিনামূল্যে সংগ্রহ করে নানা রকম সবজি।
শনিবার (১৬ মে) সকাল ১০ টায় নগরীর আগ্রাবাদ হাই স্কুল মাঠে বসে সেনাবাহিনীর ফ্রি বাজার। বাজারের উদ্বোধন করেন ডাইরেক্টর জেনারেল ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার সিদ্দিকী।
ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী বলেন, ফ্রি সবজির বাজার চট্টগ্রামের প্রতিটি এলাকায় আয়োজন করা হবে। এর আগে জামেয়াতুল ফালাহ মসজিদ মাঠে বসেছিল। আগামী একমাস এলাকাভিত্তিক প্রতিদিন এক হাজার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রি সবজি দেওয়া হবে।
পরবর্তীতে এমএ আজিজ স্টেডিয়ামে বসবে ১ মিনিটের বাজার।
বাংলাধারা/এফএস/টিএম













