২৯ অক্টোবর ২০২৫

উত্তর জেলা ছাত্রলীগের ‘কুইক রেসপন্স মেডিকেল টিম’ গঠন

বাংলাধারা প্রতিবেদন »

বর্তমানে চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে গণপরিবহন বন্ধ রয়েছে। যদিও হাসপাতাল ও জরুরি সেবা খোলা। কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শ নিতে এই মূহুর্তে যেতে পারছেন না৷ তখন কি করবেন? এই চিন্তা এখন কম-বেশি অনেকের। এমন সঙ্কট পরিস্থিতিতে জরুরি এইসব প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ ঘরে বসে দিতে উদ্যোগ নিয়েছেন একঝাক চিকিৎসক ৷ আর এর উদ্যোক্তা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তপু জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা জনসাধারণের জন্যে কিছু করার তাগাদা থেকেই অগ্রজ ভাইদের সহায়তায় একটি কুইক রেসপন্স মেডিকেল সেল গঠন করি৷ এখন করোনা মহামারিতে সাধারণ জ্বর, সর্দি কাশি হলে অহেতুক করোনা ভাইরাসে আক্রান্তের ভয়ে হাসপাতালে গিয়ে ডাক্তারদের বিপাকে না ফেলে এই কুইক রেসপন্স মেডিক্যাল টিমের কাছে ফোন করে প্রাথমিক চিকিৎসা সেবা নেওয়ার জন্যই আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি।

‘এখানে প্রতিটি চিকিৎসকের কর্মস্থলসহ মোবাইল নাম্বার দেয়া আছে৷ এরফলে প্রত্যক্ত এলাকাতেও কারো চিকিৎসা সেবা প্রয়োজন হলে সেই এলাকার বা কাছে কর্মরত চিকিৎসককে কল দিয়ে পরামর্শ নিয়ে পারেন৷ প্রয়োজনে অন্যান্য সহায়তাও সেই চিকিৎসক প্রদান করতে সর্বাত্মক প্রস্তুত আছে বলেও জানান তিনি।’

এই চিকিৎসকদের সম্পৃক্ত করতে অন্যতম ভূমিকা রেখেছে ডা. এস.এম তৌফিক হোসেন। তিনি নিজেও এই কুইক রেসপন্স মেডিকেল টিমের ৩৪ জন সদস্যের একজন। তিনি বলেন, আমি নিজেও একসময় সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম৷ এখন পেশাগত চিকিৎসক হিসেবে দেশের এই দুর্যোগে জনসেবায় কিছু করার তাগিদে আমরা এই সেল গঠন করেছি।

ইতোমধ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক গ্লাবস বিতরণের পর মূলত সংগঠনের অগ্রজদের সহায়তায় এই কুইক রেসপন্স সেল গঠন করা হয়েছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম। তিনি জানান, বর্তমানে ৩৪ জন চিকিৎসক সম্পূর্ণ বিনামূল্যে এই জনসেবা দিয়ে যাচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা বাড়ানো হতে পারে।

তিনি বলেন, শুধু চট্টগ্রামের বাসিন্দারাই নন, সারাদেশের যে কোন প্রান্ত থেকে তালিকায় রাখা চিকিৎসকদের নাম্বারে কল করে পরামর্শ নিতে পারবে।

বালাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন