লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
সোমবার (১৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোহাম্মদ হানিফ। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ জন।
জানা যায়, গত ১৪ মে নমুনা নিয়ে কক্সবাজার মেডিকেল ল্যাবে পাঠানো হয়।সোমবার নমুনা পরীক্ষার রিপোর্টে ৫ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
এদের মধ্যে উপজেলার পদুয়া ইউপি সদস্য মোহাম্মদ শহিদ (৪০), লোহাগাড়া সদরের সওদাগর পাড়ার আপন দুই বোন, কলাউজানের মোহাম্মদ রাসেল (৩৭) এবং বান্দরবানের লামা কেয়াজুর পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে আবুল বশর (৩৫) সে লামা উপজেলার স্বাস্থ্যকর্মী।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বলেন, লোহাগাড়া এখন করোনার হটস্পট হতে চলেছে।কোনো উপসর্গ ছাড়াই অনেকের নমুনার রিপোর্ট পজিটিভ আসছে।নমুনা পরীক্ষায় আজ সোমবার রিপোর্টে ৫ জন করোনা পজিটিভ আসে।
বাংলাধারা/এফএস/টিএম













