৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৯

চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ২৭ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ২২ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম জেলায় ৩৩ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে।

সোমবার (১৮ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চটগ্রামের বিআইটিআইডি তে নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় ১ জন, পটিয়া উপজেলায় ১ জন, মিরসরাই উপজেলায় ১ জন, বাশখালী উপজেলায় ১ জন, হাটহাজারী উপজেলায় ১ জন ও চন্দনাইশ উপজেলায় ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম মহানগরীতে ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ২২ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এছাড়া খাগড়াছড়িতে ২ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আজ বিআইটিআইডিতে ১২৪ জনের নমুনা পরীক্ষার মধ্যে ২৭ জনের পজেটিভ এসেছে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ৭৪ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের পজিটিভ এসেছে।

সবমিলিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৬৫ জনে। এ নিয়ে চট্টগ্রামে মৃত্যুবরণ করেছেন ৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০ জন।

তথ্যসূত্র : সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন