লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় খালের পানিতে ডুবে মোহাম্মদ জিহাদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা মাঝিরপাড়া হাঙ্গরখালে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
জিহাদ লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা মাঝিরপাড়া এলাকার জহির উদ্দিনের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের শিশুর চাচা সাংবাদিক রায়হান সিকদার।
জানা যায়, শিশুটির বাবা সকালে বাড়ীর পার্শ্ববর্তী হাঙ্গরখালে জাল নিয়ে মাছ ধরতে যান।বাবার সাথে জিহাদও সেখানে যান।বাবা মাছ ধরছিল ঠিক এসময় জিহাদ পানিতে খেলতে খেলতে অগোচর হয়ে যায়। পরে খোঁজাখুঁজি করার পর খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













