৮ ডিসেম্বর ২০২৫

সৌদিতে করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি »

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে চট্টগ্রামের লোহাগাড়ার প্রবাসী চিকিৎসক আবদুর রহিম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১১ টার দিকে জেদ্দা বিন-লাদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

ডা. আবদুর রহিম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ী বারেক চৌধুরী পাড়ার মরহুম আমির হোসেনের বড় পুত্র। তিনি তিন সন্তানের জনক।তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ওই এলাকার মো. আজিমুল হক।

আজিম হক জানান, ডা. আবদুর রহিম সৌদি আরবের জেদ্দা বিন- লাদিন হাসপাতালের নিয়মিত চিকিৎসক ছিলেন।সেখানে তিনি করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতেন।এতে তিনি নিজেই করোনা আক্রান্ত হন।গত কয়েকদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সোমবার রাতে মারা যান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন