বাংলাধারা প্রতিবেদন »
সারাদেশে বেশ কিছু বেসরকারি চিকিৎসা কেন্দ্রে করোনা পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠান দায়িত্ব পেয়েছে। দায়িত্ব পাওয়া দুটি প্রতিষ্ঠান হচ্ছে পাহাড়তলীতে অবস্থিত ইমপেরিয়াল হাসপাতাল ও সেভরন ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড ।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এমন তথ্য জানান।
জানা গেছে, ইতিমধ্যেই সেভরন তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। ইমপেরিয়েল হাস্পাতালও তাদের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছে।
উল্লেখ্য, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ১৬৯৩ জন। এখন পর্যন্ত করোনায় মোট আক্রন্ত হলেন ৩০ হাজার ২০৫ জন।
সারাদেশে নতুন করে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৩২ জনে।
বাংলাধারা/এফএস/টিএম













