২৫ অক্টোবর ২০২৫

ভারাক্রান্ত ঈদ, সামাজিক দূরত্বের ঈদ

জসীম চৌধুরী সবুজ »

এমন ঈদ জীবনে আমরা কেউ দেখিনি। এমন মহামারির কবলে পড়ে সারাবিশ্ব একযোগে এমন কাহিল হয়েছে তাও অতীতে আমরা দেখিনি। এই করোনাভাইরাস আমাদের কেমন অসহায় করে দিয়েছে!

পিতা মারা যাচ্ছে, সন্তান তাকে স্পর্শ করতে পারছে না। সন্তানের লাশের কাছে যেতে পারছে না বাবা। স্ত্রী যেতে পারছে না স্বামীর রোগশয্যার পাশে, স্বামীও পারছে না যেতে। ঘনিষ্ট জন মারা যাচ্ছে, তাকে অন্তিম বিদায় জানানোর সুযোগও মিলছে না। সামাজিক দূরত্ব আমাদের এভাবেই দূরে ঠেলে দিচ্ছে। আমরা নিরূপায়। স্বাস্থ্যবিধি আমাদের মানতে হবে। নিজের স্বার্থে। পরিবারের স্বার্থে। দেশ ও জাতির স্বার্থে।

এবারের ঈদ আমাদের সামনে এমন সময়ে আসলো যখন আমরা করোনার কারণে হারিয়েছি অনেক স্বজন, সহকর্মী, করোনা যোদ্ধা চিকিৎসক, পুলিশ, স্বাস্থ্যকর্মীকে। আমার সাংবাদিক সহযোদ্ধাদের অনেকে চিরবিদায় নিয়েছেন। অনেকে আক্রান্ত হয়েছেন। ভারাক্রান্ত সবাই, ভারাক্রান্ত এই ঈদ।

নয় বছর আগে আমি এই ঈদের দিনে হারিয়েছি আমার আপন আত্মজকে। সেই থেকে আমি এবং আমার পরিবারে হারিয়ে গেছে ঈদের আনন্দ। বাড়িতে মসজিদের মিম্বরের পাশে শুয়ে আছে আমার আত্মজ। আমি গ্রামের ছেলে। গ্রামই আমার সব। প্রতিবার তাই ছুটে যাই নাড়ীর টানে।

এবার ঘরবন্দী। বাড়ি যাওয়া হচ্ছে না। বাসা থেকে বেরও হচ্ছি না। ঈদের নামাজও বাসায় পড়ব। সবার জন্য দোয়া রইল। আল্লাহ যেন এই মহাদুর্যোগ থেকে মানবজাতিকে রক্ষা করে। পরিত্রাণ দেয়।
সবাই বাড়িতে থাকুন। নিরাপদে থাকুন।
ঈদ মোবারক।

লেখক : সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

আরও পড়ুন