বাংলাধারা প্রতিবেদন »
বাংলাদেশে চলাচলের উপরে যেকোনো বিধিনিষেধের সফলতা শুধুই সরকারের উপরে নির্ভর করে না, করে জনগনের আইন মানার প্রবণতার উপরে। আইন মান্য করার বাধ্যবাধকতাও সরকার চাইলেই চাপিয়ে দিতে পারেনা। কাজেই সবার আগে নিজেকে শুধরাতে হবে।
বৃহস্পতিবার (২৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।
স্ট্যাটাসে নওফেল উল্লেখ করেন, আমরা যদি এখন সরকার এই করে না কেন, ঐ করে না, এটা বলে আলোড়ন তুলতে তুলতে বিনা প্রয়োজনে ঘুরে বেড়াই, তাহলে সরকারের দোষ না, আমাদের দোষ। আগে নিজেকে শুধরে নেই। মাস্ক পরে, দুরত্ব বজায় রেখে, হাত পরিস্কার রেখে, আমাদের করোনার সংক্রমণের মধ্যেই যতটুকূ সম্ভব জীবন চালিয়ে রাখতে হবে।

সরকারের সিদ্ধান্ত, নির্দেশনা মেনে চলা একটি নাগরিক অনুশীলন। চলাচল ও স্বাস্থ্য বিধি নিয়ে সরকার নতুন নির্দেশনা দিয়েছে, সেটা মানা দূরের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছি, ছুটির কি হলো, কারফিউ হলো না কেন, ঘোষণা নাই কেন, ইত্যাদি।
তিনি আরও বলেন, আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে সম্পূর্ণ শতভাগ লকডাউন শুধু ঘোষনাই হবে, বাস্তবায়ন অসম্ভব। সরকারের যেই নির্দেশনা এসেছে আমরা এটা কঠোরভাবে মেনেই করোনা নিয়ন্ত্রনে যেতে হবে। মানলে বিধিনিষেধ উঠবে দ্রুত, না মানলে সংক্রমণের হার বাড়তে থাকবে। নির্দেশনাগুলো বেশ পরিস্কার।
বাংলাধারা/এফএস/টিএম













