৪ নভেম্বর ২০২৫

করোনায় প্রথম রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে করোনা আক্রান্ত এক রোহিঙ্গা (৭১) বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-সি সাইট-২১ এর বাসিন্দা।

তিনি আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা ভুঁইয়া। গত ৩০ মে দিনগত রাতে মারা যাওয়া এ বৃদ্ধই করোনায় মৃত্যু বরণ করা প্রথম রোহিঙ্গা বলেও উল্লেখ করেন তিনি। এ ঘটনায় মৃতের পরিবারের ৯ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রেখে অবজারভেশন করা হচ্ছে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া আরো জানান, উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের এ বৃদ্ধ ৩০ মে বিকেলে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ক্যাম্পর স্বাস্থ্য কেন্দ্রে আসেন। তার মাঝে চলমানব করোনার লক্ষণ থাকায় এমএসএফ হাসপাতালে পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়। এরপর তাকে রাখা হয় আইসোলেশনে। সেখানে দিনগত রাতে তিনি মারা যান। যেহেতু করোনার লক্ষণ ছিল তাই স্বাস্থ্যবিধি মেনে পরেরদিন সকালে তাকে দাফন করা হয়। সেদিনের (৩১ মে) রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

তিনি আরো জানান, রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত রোহিঙ্গার পরিবারের খোঁজ নিয়ে তার পরিবারের ৯ সদস্যকে হোম কোয়ারান্টাইনে নেয়া হয়। তাদের মাঝে করোনার কোন লক্ষণ না থাকায় তাদের আইসোলেশনে নেয়া হয়নি, তবে অবজারভেশনে রাখা হয়েছে। তাদের কারো জ্বর বা অন্যকোন লক্ষণ দেখা দিলেই দ্রুত কোভিড-১৯ হাসপাতালে নেয়ার প্রস্তুতি নেয়া রয়েছে।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, রোহিঙ্গা ক্যাম্পে সোমবার পর্যন্ত অন্তত ৩০ জন রোহিঙ্গার দেহে করোনাভাইরাস ধরা পড়েছে বলে স্বাস্থ্য বিভাগের নথিভূক্ত রয়েছে। সোমবার একদিনে ৫ রোহিঙ্গার করোনা পজিটিভ এলেও একজন নতুন ও ৪ জন ফলোআপ পজিটিভ ছিল।

উল্লেখ্য, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় ৩৪টি শরণার্থী ক্যাম্পে আশ্রয়ে আছেন। তাদের সংখ্যা ১১ লাখের বেশি। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১১ মার্চ থেকে রোহিঙ্গা ক্যাম্প অবরুদ্ধ রাখা হলেও সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পেও করোনার উপস্থিতি মিলেছে এবং এক বৃদ্ধ করোনার থাবায় পরপারের বাসিন্দা হয়েছেন। আর প্রথম কোনো রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবরে রোহিঙ্গা শিবিরগুলোতে আতংক তৈরি করেছে বলে জানিয়েছেন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা মাঝিরা। এরপরও অজ্ঞতার কারণে করোনা প্রতিরোধ বিষয়ে রোহিঙ্গারা উদাসীন বলে অভিমত তাদের।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন