৪ নভেম্বর ২০২৫

গণপরিবহণে অভিযান : স্বস্থ্যবিধি না মানায় ১১৯ মামলা

বাংলাধারা প্রতিবেদন »

নগরীতে স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন গণপরিবহনের বিরুদ্ধে ১১৯ মামলা দায়ের ও ৩৬ টি যানবাহন আটক করেছে সিএমপি। এছাড়া স্বাস্থ্য বিধি না মানায় বিভিন্ন গণপরিবহনকে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সাধারণ ছুটি শেষে অফিস আদালত খোলার তৃতীয় দিন। একই সঙ্গে সীমিত আকারে চালু হয়েছে গণপরিবহন। এমন পরিস্থিতিতে গত ১ মে (রোববার) থেকে নগরীতে গণপরিবহণে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর কথা থাকলেও নগরীতে তা মানা হচ্ছে না। গণপরিবহনে রাখছে না হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক কোনো সামগ্রী।

সিএমপি সূত্র জানায়, সোমবার (১ মে) নিরাপদ যাতায়াতের জন্য সিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে গণপরিবহনগুলো স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা পর্যবেক্ষণ করা হয়। রোববার (১ মে) স্বাস্থ্য বিধি না মানায় ১১৯ টি মামলা, ৩৬ টি যানবাহন আটক ও ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এটি আজ (২ মে) চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এটি চলবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন