২৯ অক্টোবর ২০২৫

নওফেলের প্রতি কৃতজ্ঞ সিএমপি কমিশনার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসকে পুলিশ সদস্যদের জন্য কোয়ারেন্টাইন কেন্দ্র করে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম।

বুধবার (৩ জুন) রাতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে উপমন্ত্রীকে এই কৃতজ্ঞা জানিয়ে সিএমপি কমিশনার বলেন, ‘সিএমপি’র কোয়ারেন্টাইন কেন্দ্র- প্রিমিয়ারের ‘ছাত্রীনিবাস’। ধন্যবাদ শিক্ষা উপমন্ত্রী।’

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিএমপি কমিশনার জনাব মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম বলেন, ‘করোনা ভাইরাসের এই দূর্দিনে সিএমপি’র পুলিশ সদস্যদের প্রতি এরূপ সহানুভূতি ও ভালোবাসা প্রদর্শনের জন্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মহোদয়ের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনাভাইরাস প্রতিরোধ যুদ্ধে অগ্রণী ভূমিকা পালনকারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’

‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মহোদয় এক মাস আগে বিশ্ববিদ্যালয়টির সাগরিকাসহ ছাত্রীনিবাসকে কোয়ারেন্টিন কেন্দ্র হিসেবে ব্যবহারের অনুমতি দেন। গত ৬ মে থেকে করোনা রোগীদের সংস্পর্শে আসা বা করোনার ঝুঁকিতে থাকা সিএমপি’র পুলিশ সদস্যদের নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিতে কোয়ারেন্টিন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে
আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ৮ তলা এই ছাত্রীনিবাসটি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এই ছাত্রীনিবাসটিতে ছাত্রী ভর্তির জন্য প্রস্তুতি সম্পন্ন করা হলেও এখনও পর্যন্ত ছাত্রী ভর্তি করা হয়নি। আধুনিক ও স্বাস্থ্যসম্মত সুযোগ-সুবিধা সম্বলিত এই ছাত্রিনিবাসটিতে আলাদা খাট, বিছানা, নিজস্ব কেবিনেট, টেবিল, চেয়ার সহ জেনারেটর ও ইন্টারকম সুবিধাও রয়েছে।’

‘১৬০ জন লোকের বাস উপযোগী এই ছাত্রীনিবাসে এখন পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগের ৬৫ জন পুলিশ সদস্য কোয়ারেন্টাইন হিসেবে বাস করছেন।’

এ বিষয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান জানান, গেল এক মাস ধরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসকে কোয়ারেন্টিন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ছাত্রীনিবাসটি কোয়ারেন্টিন কেন্দ্র হিসাবে কাজে লাগাতে জেলা প্রশাসনকে হস্তান্তর করার প্রক্রিয়া হিসাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন এবং বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্যদের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুর রহমান বলেন, সাগরিকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীনিবাসটি এখন পুলিশ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। যেসব পুলিশ সদস্য করোনা রোগীদের সংস্পর্শে এসেছে কিংবা যাদের করোনা হওয়ার আশংকা রয়েছে তারা এই কোয়ারারেন্টিন কেন্দ্রে নিজেদের আলাদা করে রাখছেন।

তিনি আরও জানান, বর্তমানে এই কেন্দ্রে ৪০ জন পুলিশ সদস্য রয়েছে যারা নানাভাবে করোনা রোগীর সংস্পর্শে এসেছেন বা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। এদের সকলের প্রাত্যহিক প্রতিবেদন তৈরি করা হয় এবং নিয়মিতভাবে চিকিৎসক তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। কারও করোনা উপসর্গ তীব্র হলে আমরা তাদের পুলিশ হাসপাতালে পাঠিয়ে দেই।

উল্লেখ্য, চট্টগ্রামে আন্তর্জাতিকমানের উচ্চশিক্ষা দেওয়ার ঘোষণা দিয়ে সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর উদ্যোগে ২০০২ সালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু করে। মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর বর্তমান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্ব নেন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ ড. অনুপম সেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন