২৯ অক্টোবর ২০২৫

দুই আ.লীগ নেতার মৃত্যুতে নওফেলের শোক

বাংলাধারা প্রতিবেদন »

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫ টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি চট্টগ্রাম মহানগরের বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম (৬৫)। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাবেক ভারপ্রাপ্ত সিটি মেয়র এবং বন্দরের সাবেক কর্মকর্তা ছিলেন।

এদিকে একই দিন সকাল ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল আলম।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে পৃথক পৃথকভাবে স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম মহানগরের বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলমের মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, ‘বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নুরুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

অন্যদিকে নগরের ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি লিখেন, ‘মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব রফিকুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন