৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে আরও ১৩২ জনের করোনা শনাক্ত

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামে পাঁচ চিকিৎসকসহ ২৪ ঘণ্টায় আরও ১৩২ জনের নমুনায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪৬৪টি নমুনা পরীক্ষা করা হয়।

বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি জানান, নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

এর মধ্যে আটজন রোগীর নমুনা দ্বিতীয়বার পরীক্ষায় পজেটিভ এসেছে। সে হিসেবে চট্টগ্রামে নতুন আক্রান্তের সংখ্যা ১৩২ জন।

বিআইটিআইডি ল্যাবে ১৯২ নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ পাওয়া গেছে ৩৩ জনের মধ্যে। চমেক ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৩৭টি। এর মধ্যে করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে ৪৬ জনের। তাদের মধ্যে পাঁচ জন চিকিৎসক ও পাঁচ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

সিভাসু ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ১৩৫টি। এর মধ্যে ৬১ জনের নমুনায় পজেটিভ পাওয়া গেছে বলে জানান সিভিল সার্জন। তাদের মধ্যে আটজনের নমুনায় দ্বিতীয়বার করোনাভাইরাস পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরী এলাকার ৬০ জন এবং বিভিন্ন উপজেলার ৭২ জন ।

এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৬৭৯ জনে। মারা গেছেন ৮৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ২৪৮ জন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন