৩ নভেম্বর ২০২৫

অবশেষে করোনামুক্ত হলো মহিউদ্দিন পরিবার

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার ল্যাবগুলোতে দিন দিন বাড়ছে নমুনার সংখ্যা। যত বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে ততই বাড়ছে করোনা আক্রান্তের হার। সেই সাথে করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে মৃত্যু তো আছেই। ফলে নগরবাসীর মনে বেড়েই চলেছে আতঙ্ক। করোনার সংক্রমণ প্রতিরোধে প্রতিনিয়ত সতর্ক করে যাচ্ছেন জেলা প্রশাসন, সিভিল সার্জন ও পুলিশ প্রশাসনসহ নানা সংস্থা। এদিকে, সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রীর হাসিনা মহিউদ্দিনের করোনা মুক্তির মাধ্যমে পুরো পরিবারই এখন করোনাভাইরাস থেকে মুক্ত হল। ফলে মহিউদ্দিন পরিবারে বইছে আনন্দের বন্যা।

বৃহস্পতিবার (৪ জুন) ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে হাসিনা মহিউদ্দিনের নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই সালেহীন চৌধুরী বলেন, আম্মুর করোনা মুক্তিতে আজ আমাদের কাছে ঈদের আনন্দের মতো। ঈদের আগে সবাই করোনা মুক্ত হলেও আম্মুর টেনশনে আমাদের সবার মন ছিল খুব খারাপ। আল্লাহর হাজার শোকরিয়া। আজ আম্মুও করোনামুক্ত হলেন।

এর আগে গত ১২ মে হাসিনা মহিউদ্দিনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। তার আগে ১০ মে সালেহীনের করোনা শনাক্ত হওয়ায় ১১ মে চৌধুরী পরিবারের চট্টগ্রামের বাসা থেকে ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে হাসিনা মহিউদ্দিনসহ তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন