৩ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে ব্যক্তিগত পক্ষ থেকে শিক্ষকদের বেতন পরিশোধ করলেন ইউএনও

বাংলাধারা প্রতিবেদন »  

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকেই বন্ধ সন্দ্বীপপাড়া প্রাথমিক বিদ্যালয়। আগে ছাত্র-ছাত্রীদের মাসিক বেতন থেকেই বেসরকারি এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন পরিশোধ করা হতো। কিন্তু করোনার প্রভাবে বিদ্যালয় বন্ধ থাকলেও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যক্তিগত পক্ষ থেকে মার্চ থেকে মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হয়ে স্কুল খোলার আগ পর্যন্তও শিক্ষকদের বেতন ব্যক্তিগত পক্ষ থেকে দেয়া হবে বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, সন্দ্বীপপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেয়া হতো বিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে পাওয়া মাসিক বেতন থেকে। শিক্ষার্থীদের আর্থিক অস্বচ্ছলতার কারনে সবাই যে বেতন দিতো তাও হতো না, আবার ছাত্রদের বেতনও ছিল নামমাত্র (সর্বোচ্চ ৫০ টাকা)। স্কুল বন্ধ থাকার কারণে ছাত্রদের থেকে পাওয়া টাকাও বন্ধ। স্কুলের স্বাভাবিক কার্যক্রম যখন চালু ছিলো তখনও চারজন শিক্ষকের প্রতি মাসের বেতন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরিশোধ করেছি। ইতোমধ্যে শিক্ষকদের মার্চ থেকে মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হয়ে স্কুল খোলার আগ পর্যন্তও শিক্ষকদের বেতন ইউএনও এর পক্ষ থেকে দেয়া হবে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ