২৮ অক্টোবর ২০২৫

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

বাংলাধারা প্রতিবেদন »  

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত ও স্ট্রোকের পর তিনি ‘ডিপ কোমায়’ বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

শনিবার (৬ জুন) রাতে মেডিকেল বোর্ডের বৈঠকের পর একথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত ১৩ সদস্যদের মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন তিনি।

ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা চলছে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর।

কনক কান্তি বড়ুয়া জানান, মোহাম্মদ নাসিমের অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি কোনো সাড়া দিচ্ছেন না এবং ডিপ কোমায় রয়েছেন।

এর আগে বিকেল ৪টায় মেডিকেল বোর্ড বৈঠকে বসে এবং ঘণ্টাব্যাপী বৈঠক হয় বলেও জানান কনক কান্তি বড়ুয়া।

এর আগে বিকেলে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিউরোসার্জন ডা. রিয়াজুল হক জানিয়েছিলেন, মোহাম্মদ নাসিম অচেতন অবস্থায় রয়েছেন। তাকে আইসিইউতে ভেন্টিলেটরে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘মোহাম্মদ নাসিমের রক্তচাপ অনিয়মিত। আমরা ওষুধ দিয়ে তার রক্তচাপ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। কোভিড-১৯ এবং মস্তিস্কে রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন।‘

গত ১ জুন অসুস্থ অবস্থায় নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন