বাংলাধারা প্রতিবেদন »
দেশে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনার চিকিৎসা হয় এমন হাসপাতালগুলোতে কষ্টে থাকা রোগীদের অক্সিজেন না পাওয়ার বিষয়ে আছে বিস্তর অভিযোগ। এমন অবস্থায় করোনা চিকিৎসায় নিজস্ব অক্সিজেন উৎপাদনব্যবস্থা উন্মুক্ত করে দিলো দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ। রোগীদের চিকিৎসায় সম্পূর্ণ বিনামূল্যে এবং নিজস্ব ব্যবস্থাপনায় অক্সিজেন সরবরাহ করবে দেশের শীর্ষ এই ব্যবসায়ী গ্রুপটি।
প্রাথমিকভাবে ২০০ সিলিন্ডার সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে কোম্পানির সরবরাহ করা সিলিন্ডারের বাইরেও প্রাপ্ত অতিরিক্ত সিলিন্ডার ফিলিং করে করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতালগুলোতে পৌঁছে দেয়া হবে।
দেশের এ সংকটকালে মানুষের জীবন বাঁচাতে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে আবুল খায়ের গ্রুপ।
এ নিয়ে একটি ভিডিও বার্তাও ছাড়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে বলা হয়, বাংলাদেশের বাণিজ্যিকভাবে অক্সিজেন উৎপাদনকারী প্রধান প্রতিষ্ঠানে ১২০ টন অক্সিজেন উৎপাদন করা হয়। সেখানে আবুল খায়ের গ্রুপের একেএস প্লান্টে রয়েছে ২৬০ টন অক্সিজেন উৎপাদনের সক্ষমতা। যা বাংলাদেশের মধ্য সবচেয়ে বৃহত্তম। এ অক্সিজেন ব্যবহৃত হয় স্টিল উৎপাদনে, যা বাণিজ্যিক ভাবে বিক্রি করা হয় না। তবে দেশের এই ক্রান্তিকালে তা বিনামূল্যে সরবারহ করা হবে করোনার রোগীদের চিকিৎসা হয় এমন হাসপাতালে।
কোভিড-১৯ চিকিৎসার নির্ধারিত হাসপাতালগুলোর প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের জন্য নিজেদের হেল্প লাইন নাম্বারে (০১৯৮৮৮০২১৬৬) যোগাযোগের জন্য বলেছে আবুল খায়ের গ্রুপ।
আবুল খায়ের গ্রুপে যোগাযোগ করা হলে করপোরেট অফিস থেকে জানানো হয়, ইতিমধ্যে বেশ কিছু হাসপাতাল থেকে অক্সিজেনের চাহিদা দেয়া হচ্ছে। তারা এসব নিয়ে বিস্তারিত আলাপ করে সবকিছু চূড়ান্ত করছেন। শিগগিরই হাসপাতালগুলোতে অক্সিজেন সরবারহ শুরু হবে।
বাংলাধারা/এফএস/টিএম













