২৬ অক্টোবর ২০২৫

সুফি মিজানের করোনার রেজাল্ট পজেটিভ-নেগেটিভ নিয়ে ফেসবুকে গুঞ্জন

বাংলাধারা প্রতিবেদন »  

মহামারি করোনাভাইরাসের কবলে পড়ে এমনিতেই দিশেহারা দেশবাসী। তার উপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া খবরের ছড়াছড়িতে মানুষ প্রতিনিয়তই হচ্ছেন বিভ্রান্ত। ফেসবুকে দেশের খ্যাতনামা শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন বলে গুঞ্জন উঠে। পরবর্তীতে আজ আবারও ফেসবুকে আলচনার ঝড় উঠেছে তিনি করোনায় আক্রান্ত নন।

গত সোমবার (৮ জুন) ইম্পেরিয়াল হাসপাতালে নমুনা পরীক্ষা করলে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায় বলে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন আগে দুই দফা করোনা নমুনা পরীক্ষা করান সুফী মিজান। প্রথম বার তার নমুনা পরীক্ষা করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে করোনা নেগেটিভ বলে জানান কর্তৃপক্ষ। পর দিন নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষা করালে সেখানেও নেগেটিভ পাওয়া যায়। 

সুফী মিজানের বড় ছেলে পিএইচপি ফ্যামিলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে বাবার নমুন পরীক্ষার রিপোর্ট করোনা নেগেটিভ। তিনি সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করছেন।

এতে বিভ্রান্ত না হওয়ার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে আহ্ববান জানিয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন