২৬ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় পাহাড় থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় পাহাড় থেকে এনামুল হক (৪৫) নামের এক বাঁশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ মার্চ) সকালে উপজেলার পুটিবিলা নতুন পাড়ার পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

এনামুল হক স্থানীয় বাঁশ ব্যবসায়ী। তিনি পুটিবিলার এমচর হাট এলাকার মো. জালাল আহমদের পুত্র। তিনি চার সন্তানের জনক।

স্থানীয়রা জানান, এনামুল হক মঙ্গলবার রাতে বাড়িতে না ফেরায় আশপাশে খোঁজাখুঁজি করেও রাতে তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে বুধবার সকালে পাশ্ববর্তী পাহাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার এস আই অজয় দেব শীল। তিনি জানান, লাশের শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। এটা হত্যা না আত্মহত্যা বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম মুঠোফোনে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন