২৫ অক্টোবর ২০২৫

লোহাগাড়া থানার ‘করোনা জয়ী’ পুলিশকে ফুল দিয়ে বরণ

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ করোনা জয়ী হয়ে পুনরায় কর্মক্ষেত্রে ফিরে আসায় ফুল দিয়ে বরণ করে নিয়েছেন সহকর্মীরা।

মঙ্গলবার (৯ জুন) রাতে তাকে ফুল দিয়ে বরণ করে নেন থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসাইন মাহমুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।

একই সাথে অন্য সহকর্মীরাও হাততালি দিয়ে তাকে থানা কার্যালয়ের সামনে উষ্ণ অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন।

এসময় করোনা জয়ী এসআই দুলাল বাড়ৈ করোনার বিরুদ্ধে যুদ্ধ করে সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা জানান এবং সহযোগিতার জন্য পুলিশ সুপারসহ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, এসআই দুলাল বাড়ৈর গত ২০ মে নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফের তত্বাবধানে প্রায় তিন সপ্তাহ হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। গত ২ জুন তার করোনা নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। তিনি এখন সুস্থ। ডাক্তারের পরামর্শে তিনি এখন থেকে নিয়মিত ডিউটি করবেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন