২৬ অক্টোবর ২০২৫

এবারের সম্ভাব্য বাজেটের আকার ৫লাখ ৬৮ হাজার কোটি টাকা

বাংলাধারা প্রতিবেদন »

জাতীয় সংসদে আগামীকাল বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি তাঁর দ্বিতীয় বাজেট পেশ। এবারের বাজেটের সাম্ভব্য আকার ধরা হয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ বিস্তারের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কবলে পড়তে যাচ্ছে বিশ্ব। এ অবস্থায় বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার কী কৌশল থাকছে আগামীকালের বাজেটে সেদিকে দৃষ্টি সমগ্র দেশবাসীর।

এবারের বাজেটটি গতানুগতিক ধারার কোন বাজেট নয় বাজেটে সঙ্গত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে। পাশাপাশি কৃষি খাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা এবং কর্মসংস্থানকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী অর্থবছরে নানা ধরনের কষি ও খাদ্যবান্ধব কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণ, ক্ষতিগ্রস্থ শিল্প, ব্যবসা-বাণিজ্যকে পুনরুদ্ধার করাসহ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাজেটে বিভিন্ন প্রস্তাবনা থাকছে।

করোনার কারণে উদ্ভুত পরিস্থিতিতে এবারের অধিবেশনে মিডিয়া কাভারেজের লক্ষ্যে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না। এমতাবস্থায় সাংবাদিকদেরকে বাজেট ডকুমেন্টস সংসদ ভবনের বাইরে পশ্চিম পার্শ্ববর্তী মিডিয়া সেন্টার থেকে সোয়া ৩টায় বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে।

‘বাজেট ডকুমেন্টস’ শিরোনামে বাংলা ও ইংরেজি লেখা আলাদা আলাদা প্যাকেটে বাজেট বক্তৃতা, বাজেটের সংক্ষিপ্তসার, বার্ষিক আর্থিক বিবৃতি, সম্পূরক আর্থিক বিবৃতি, মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি জাতীয় সংসদ থেকে সরবরাহ করা হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন