৪ নভেম্বর ২০২৫

ফিল্ড হাসপাতালে ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফল দিল রায়হান কর্পোরেশন

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে করোনা রোগীদের জন্য ভিটামিন ‘সি’ যুক্ত ফল দিয়েছে রায়হান কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১২ জুন) চট্টগ্রামের সীতাকুণ্ডস্থ চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের (সিএফএইচ) সিইও ডা.বিদ্যুৎ বড়ুয়ার হাতে স্মার্ট হাইজেনিক (স্বাস্থ্য সম্মত) প্যাকিং করা ১০৩ টি ফ্রুটস বাক্স করোনা রোগীদের জন্য বুঝিয়ে দেন তারা।

ধন্যবাদ জানিয়ে ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ফিল্ড হাসপাতাল জনগনের হাসপাতাল। এখানে অনেকে বিভিন্ন উপহার দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। কিন্তু করোনা রোগীদের জন্য অত্যাবশ্যকীয় ভিটামিন ‘সি’ যুক্ত ফল পেয়ে আমরা খুবই আনন্দিত। এই ব্যতিক্রমী কিন্তু সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ফলগুলো পেয়ে করোনা রোগীরা উপকৃত হবেন।

উপহার প্রদানকারী রায়হান কর্পোরেশনের কর্ণধার রায়হান উল ইসলাম বলেন, করোনা দূর্যোগে মানবিক ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া দাদার মহতী কাজগুলো আমাদের ভাল লাগছে। তাই তাঁর পরিচালিত সিএফএইচ এর করোনা রোগীদের জন্য উপহার স্বরুপ ভিটামিন সি যুক্ত ফল দেয়া হলো।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দিন এবং মইনুল ইসলামসহ রায়হান কর্পোরেশনের কর্ণধার রায়হান উল ইসলাম প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন