শুভ সকাল !
আল্লাহু আকবর….!
শুভ সকাল….
হীন-মন্য, যৎ-নগণ্য ,
সতত কল্যকল্প সনে —
শুধাই নিবেদন
চলো মুমিন…!!
দ্বীণ-দুনিয়ার
মালিক সনে —
বলি আত্মশুদ্ধি’র
সময় চলে যায়,
আসুন তবে,
ঊষা’র লগন এ–
এস্তেগ্ফার করি
সবে ঐশী পানে —-!
দ্ব্যর্থহীন ঐ এক
দিলে এক মনে —-!!
স্বয়ং-সদাই,
হক্ পথে ভাই —-
ছুঁড়ে ফেলি সকল কূ-মন্ত্রণা ।
করবো রুজি
হালাল খাবো সদাই,
সাঁঝ-সকালে প্রভূ
সনে এটাই প্রার্থনা ।
এইতো করি পণ,
সজ্জনে তাই শুধাই —
আমি পূণ: পূণ: ….
শুভ হোক সকাল–!!













