বাংলাধারা প্রতিবেদন »
বিএনপিই দেশে প্রথম কালো টাকা সাদা করার সুযোগ তৈরি করেছিলো জানিয়ে বিএনপি নেতাদের বাজেট প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ।
শুক্রবার (১২ জুন) বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি জানান, দেশে কালো টাকা সাদা করার সুযোগ করে দলের নেত্রী খালেদা জিয়া ও সাইফুর রহমান নিজেদের কালো টাকা সাদা করেছেন। কিন্তু নিজেদের দিকে না তাকিয়ে এখন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মঈন খান আওয়ামী লীগের সমালোচনা করছেন। এসময় কালো টাকা সাদা করার সুযোগ তৈরির কারণে অর্থ পাচার বন্ধের পাশাপাশি দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে বলে আশাবাদ প্রকাশ করেন হাছান মাহমুদ।
তিনি বলেন, বাজেট পেশ হলেই সিপিডিসহ কিছু সংগঠন ও চিহ্নিত ব্যক্তি বাজেটের গদবাঁধা সমালোচনা করেন। অথচ, তাদের সকল সমালোচনা অসাড় প্রমাণ করেই বাজেট বাস্থবায়িত হয়ে আসছে।
বাজেট প্রতিক্রিয়া জানানোর সময় চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় তথ্যমন্ত্রীর কাছে সাইফ পাওয়ারটেকের পক্ষ থেকে চট্টগ্রামের করোনা চিকিৎসার সুবিধার্থে ১’শ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন তরফদার রুহুল আমিন।
বাংলাধারা/এফএস/টিএম













