৩ নভেম্বর ২০২৫

‘করোনা আইসোলেশন সেন্টার’ পরিদর্শনে নওফেল : ৩ লাখ টাকা অনুদান

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর পোর্ট কানেক্টিং রোডে হালিশহর-কে ব্লক এলাকায় বেসরকারি উদ্যোগে নির্মিত ১০০ শয্যার ‘করোনা আইসোলেশন সেন্টার’ পরিদর্শনে যান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় আর্থিক অনুদান হিসেবে ৩ লাখ টাকা প্রদান করেন তিনি।

শুক্রবার (১২ জুন) বিকালে করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শনে যান তিনি।

এই সময় নওফেল তিনি করোনা আইসোলেশন সেন্টারের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং যাবতীয় খোঁজ খবর নেন।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘করোনা আইসোলেশন সেন্টার’ তৈরিতে উদ্যোক্তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। চট্টগ্রামে যেহেতু করোনার সংক্রমণ বাড়ছে, এই আইসোলেশন সেন্টারের মাধ্যমে করোনা রোগীরা সেবা পাবেন। এই দু:সময়ে আইসোলেশন সেন্টারটি অনেকটাই সহায়ক হবে।

তিনি বলেন, সরকার করোনা মোকাবেলায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে৷ সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহনের মধ্য দিয়ে করোনা পরিস্থিতির মাঝেও দেশে অর্থনীতির গতি স্বাভাবিক রাখার এমন প্রচেষ্টা সারা বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে।

নওফেল বলেন, বঙ্গবন্ধু কন্যা করোনায় সৃষ্ট সংকট মোকাবেলায় রাত-দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। করোনার সংকট নিরসনে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আলো ছড়াচ্ছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন