২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »  

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে ডা. আরিফ হাসান নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১২ জুন) রাত নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। 

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান জানান, গত সাতদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। করোনার সবগুলো উপসর্গ ছিল। তবে টেস্ট করানো হয়নি। অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল তার। প্রথমে ট্রিটমেন্ট হাসপাতালে এবং পরে চমেক হাসপাতালে নেয়া হলে আইসিইউ সাপোর্ট দেয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। 

ডা. আরিফ হাসান ঢাকা মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের ছাত্র। নগরীর কোতোয়ালী থানার আবেদিন কলোনি এলাকায় থাকতেন তিনি।  ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন ডা. আরিফ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন