সোজা কথা–!!
সোজা পথে চলি–
ঠকবাজী’র ঐ ভ্রান্ত যতো
মীর-ঘষেঠি’র সূত্রগত—-!
খড়্গ হাতে দাড়িয়ে আমি
আজি নিবো তাদের বলী !!
সোজা কথা বলি–
সভ্য সাঁঝে নব্য যতো
মৌ’বনে ঐ শ্যেঁণ দৃষ্টি রতো,
কূ-মানষে দীক্ষারতো
কূ-প্রবৃত্তি বীর্যগত—-,
আল্-বদরের শিক্ষা মতো
আমার মায়ের দু:স্বপ্নে পরিণত-!
শুধু তাঁদের তরে —
আজকে আমার রক্তখোঁচা
ক’টি চরণ দু:স্বপ্নের ক্রোধ–!
খড়্গ হাতে সবুজ ঘাঁসে
দাঁড়িয়ে আমি, নিলাম শপথ,
৭১’র বদলা নিবো, কল্লা নিবো-
ত্রিশ লাখের নিবো প্রতিশোধ !!
রক্তে আমার তীব্রজ্বালা
নাফরমানের নিবো বদলা-
রক্তের দাম রক্তে নিবো—
করবো ফলা ফলা—!!
রাজাকারের বদলা নিবো-
রক্তে জমায় খ্যেল্—-,
নব্য চালে, তারা নব্য সেঁজে,
সভ্য সাঁঝে আদি লক্ষ্যে–
মোদের মাথায় লবন রেখে ভাঙ্গছে আজো বেল্ —-!!
মোল্লা-শ্রমণ, ঋষী-বামন
ব্রক্ষ্মী-নানক, মুরিদ-যাজক —
পীর-মৌলভী, বাউল-বৈষ্ণবী,
কৃষক-শ্রমিক, সাহেব-বিবি
আম-জনতার বাড়ছে সদা প্রতিশোধের ক্ষোভ !!
বীর্যে যাঁদের মুক্তিপিতা
শৌর্যে বাজে জাতির পিতা—
মাথা নত তাই, মোরা শিখি নাই,
রক্তে কেনা পতাকায় মিশ্রিত মোরা, হৃদয়ে প্রোথিত পরিচয় !!
তাই, রক্ত লয়ে জাগ্রত সদা’ই
বংশীয় ঋণ করতে প্রতিশোধ !!













