২৬ অক্টোবর ২০২৫

বিআইটিআইডি’তে নমুনাজট, ফল পেতে সময় লাগছে ৭-১০ দিন

বাংলাধারা প্রতিবেদন »  

সক্ষমতার চেয়ে বেশি নমুনা সংগৃহীত হওয়ায় চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) তে নমুনার জট সৃষ্টি হয়েছে। জটের কারণে সংশ্লিষ্ট ল্যাবে পাঁচ থেকে ছয়দিন আগের সংগৃহীত নমুনা পরীক্ষা চলছে।

জানা গেছে, ইতোমধ্যেই নমুনাজট কমাতে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে তিন হাজার নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

বিআইটিআইডির ল্যাব প্রধান ডা. শাকিল আহমদ জানান, নমুনা জটের কারণে গতকাল শনিবারও আমরা গত ৯ জুনের ২২৫টি নমুনা পরীক্ষা করেছি। ইতোমধ্যেই নমুনাজট কমাতে তিন হাজার নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে গতকাল নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ২৯টি। চবি ল্যাবে বিশ্ববিদ্যালয়ের আশপাশের তিন উপজেলা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করা হচ্ছে। মূলত নমুনা কম সংগ্রহ কম হওয়ায় পরীক্ষাও কম হচ্ছে। অথচ ওই ল্যাবে ব্যবহৃত একটি পিসিআর মেশিনেই প্রতিদিন ১৫০ নমুনা পরীক্ষা সম্ভব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আল ফোরকান বলেন, আমরা শুক্রবার ৫৮টি ও শনিবার ২৯টি নমুনা পরীক্ষা করেছি। মূলত তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান থেকে সংগ্রহ করা নমুনাগুলো আমরা পরীক্ষা করছি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোস্তফা খালেদ বলেন, বিষয়টি আমরা আমলে নিচ্ছি। অতি শিগগিরই চবি ল্যাবের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে সেখানে হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ছাড়াও চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং পাশের জেলা রাঙামাটি ও খাগড়াছড়ির নমুনা পরীক্ষার ব্যবস্থা নেয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন