বাংলাধারা প্রতিবেদন »
বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ’র মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ ও বিশ্বস্ত সংগঠক হারালো। তাঁর মৃত্যুতে আওয়ামী পরিবারের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।
বাংলাধারা/এফএস/টিএম













