বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সাপোর্টের স্বল্পতা দূর করার জন্য সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপন করতে যাচ্ছে এস আলম গ্রুপ। ইতোমধ্যে হাসপাতালে অক্সিজেন সাপ্লাই লাইনের কাজ সম্পন্ন করতে মেডি ট্রেড নামে একটি প্রতিষ্ঠানকে ওয়ার্ক অর্ডারও দিয়েছে এই শিল্পগ্রুপ।
জানা যায়, জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপন করতে ১৫ দিন সময় দেয়া হয়েছে মেডি ট্রেড নামক প্রতিষ্ঠানটিকে। এটি স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৮৪ লাখ ৭৫ হাজার ৯৫০ টাকা।
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস আকিজ উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সাপোর্টের স্বল্পতা দূর করার জন্য চেয়ারম্যান স্যারের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ১৫ দিনের মধ্যে অক্সিজেন সাপ্লাই লাইনের কাজ সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছি।
বাংলাধারা/এফএস/টিএম













