বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে এক হাজার বেডের একটি বিশেষায়িত কোভিড হাসপাতাল করতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এক জরুরিপত্র প্রেরণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার প্রেসিডেন্ট আলহাজ্ব খলিলুর রহমান।
শনিবার (১৩ জুন) এই জরুরিপত্রে তিনি সেনাবাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিয়ন্ত্রণে চট্টগ্রামে এই হাসপাতাল করার আহ্বান জানিয়েছেনে। তিনি বলেন, ‘এখানে মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।’
চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘চট্টগ্রাম বন্দর নগরী, চট্টগ্রাম শিল্প নগরী এবং চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। চট্টগ্রাম ভাল না থাকলে দেশ ভাল থাকবে না। জানি না চট্টগ্রামের এমপি-মন্ত্রীরা বিষয়টি ভাবছেন কিনা।’
তিনি বলেন, সারা দেশের সরবরাহ চেইন ঠিক রাখার প্রয়োজনে বন্দর সচল রাখতে হয়েছে। এজন্য লকডাউনের সময়কালেও চট্টগ্রাম ছিল ব্যস্ত নগরী। বর্তমানে চট্টগ্রাম ‘মহামারীর নগরী’তে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
চট্টগ্রামে জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ ও অন্যান্য হাসপাতাল মিলে কোভিড চিকিৎসার জন্য মাত্র ৩০০ বেডের সুবিধা রয়েছে। এতে অনেক রোগী হাসপাতালে ভর্তি হতে পারছে না। আইসিইউ ব্যবস্থাও অতি নগণ্য।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, চট্টগ্রামের প্রাইভেট হাসপাতালগুলো বছরে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করলেও বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। তিনি ভয়াবহ এই অবস্থা সামাল দিতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার জন্য বাজেটে রাখা ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ থেকে আড়াই হাজার কোটি টাকা জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করার আহ্বান জানান।
তিনি দেশের সরবরাহ চেইন, ‘চট্টগ্রাম নগরী’ রক্ষায় ২০০ ডাক্তার ও ৫০০ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে আইসিইউ সরঞ্জাম বিমানে এনে সম্মিলিত সামরিক হাসপাতালের নিয়ন্ত্রণে চট্টগ্রামে ১০০০ বেডের কোভিড হাসপাতাল করার এ আহ্বান জানান।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













