বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম আল মামুন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য আজ সকালে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। ঢাকায় তাকে কোন হাসপাতালে ভর্তি করানো হবে তা নিশ্চিত করে জানা যায় নি। তবে সিএমএইচ ও স্কয়ার হাসপাতালে ভর্তির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সূত্র।
রবিবার (১৪ জুন) রাতে তার করোনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস.এম আল মামুন বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। এর মধ্যে তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। রবিবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জেন্ট কার্যালয় থেকে পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ বলে জানানো হয়। ঘটনার পর পর উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন তার করোনা পজেটিভ হবার কথা সাংবাদিকদের জানান।
এস.এম আল মামুনের ছোট ভাই এস.এম আল নোমান বলেন, রবিবার রাতেই তার করোনা পজেটিভ হয়। আল্লাহর রহমতে তার শরীর সুস্থ আছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেয়া হচ্ছে।
বাংলাধারা/এফএস/টিএম













