৪ নভেম্বর ২০২৫

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের দায়িত্বে সরদার শাহাদাত আলী

বাংলাধারা প্রতিবেদন »

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সরদার শাহাদাত আলীকে। সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে রেল মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। গত ৬ জুন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের দায়িত্বে থাকা নাসির উদ্দিন আহমেদ অবসরে চলে যাওয়ায় সরদার শাহাদাত আলীকে মহাব্যবস্থাপক (জিএম) এর অতিরিক্ত দায়িত্ব দেয় রেল মন্ত্রণালয়।

সরদার শাহাদাত আলী এর আগে পশ্চিম ও পূর্বাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর জিএম কার্যালয়ে বিভিন্ন দপ্তরের প্রধান ও দায়িত্বশীলদের সাথে বৈঠক করে সংশ্লিষ্টদের কাছ থেকে নানা বিষয়ে খোঁজ খবর নিয়েছেন তিনি।

সম্প্রতি দায়িত্ব নিয়ে সরদার সাহাদাত আলী চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান। সেখানে যাত্রীরা স্বাস্থ্যবিধি মানছেন কি-না, রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ঠিকমতো দায়িত্ব পালনে কোনো অবহেলা করছেন কি-না তা তদারকি করেন তিনি।

সরদার শাহাদাত আলী বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের সবাইকে একসাথে নিয়ে নতুন দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সাথে পালন করতে চাই। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি। দায়িত্ব পাওয়ার পর করোনার এমন সময়ে সামাজিক দূরত নিশ্চিত করে রেলে যাত্রী ভ্রমনের নিরাপত্তা নিশ্চিত, রেলের অবৈধ ভূমি উদ্ধার, সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা নিয়ম মোতাবেক দায়িত্বপালন করছেন কিনাসহ যাবতীয় বিষয়ে খোঁজ খবর নিয়েছি। করোনাকালীন সময়ে যাত্রীদের যাতায়াতের নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিশ্চিত করতে সরেজমিন গিয়ে মনিটরিং করেছি। এ কাজ অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ